মানসিক নির্যাতনের শিকার ৬৭% গৃহকর্মী
দারিদ্র্য, পেশার সহজলভ্যতা, বিয়েবিচ্ছেদসহ নানা কারণে গৃহকর্মীর কাজ বেছে নেন অনেক নারী। সেই পেশায় এসে ৬৭ শতাংশ গৃহকর্মী মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। ৯১ শতাংশ গৃহকর্মীর জেন্ডার সহিংসতার সাহায্য চাওয়ার বিষয়ে হেল্পলাইন নম্বর সম্পর্কে ধারণাই নেই।
৪২ শতাংশ আবাসিক গৃহকর্মী বসারঘর কিংবা রান্নাঘরের মতো খোলা জায়গায় ঘুমান। ৭৫ শতাংশ খ কালীন গৃহকর্মী বস্তিতে অবস্থান করেন। গৃহকর্মীদের গড় মাসিক আয় ৫ হাজার ৩১১ টাকা, যেখানে তাঁদের মাসিক গড় খরচ ১০ হাজার ৮০১ টাকা।গতকাল রোববার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) আয়োজিত শোভন কাজ ও কর্মক্ষেত্রে জেন্ডার সহিংসতা বিষয়ে গৃহশ্রমিকদের ওপর পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং অক্সফ্যাম ইন বাংলাদেশের সহযোগিতায় সুনীতি (সিকিউরিং রাইটস অব উইমেন ডমেস্টিক ওয়ার্কার্স ইন বাংলাদেশ) প্রকল্পের আওতায় গবেষণাটি পরিচালিত হয়।