তুলার বৈশ্বিক উৎপাদন ও ব্যবহার কমার আশঙ্কা
বণিক বার্তা
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১২
২০২২-২৩ বিপণন মৌসুমে বৈশ্বিক তুলা উৎপাদন ও ব্যবহার কমার পূর্বাভাস দিয়েছে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ)। ভারতে উৎপাদন নিয়ে অনিশ্চয়তা ও নিম্নমুখী বৈশ্বিক চাহিদার কারণেই মূলত এ পূর্বাভাস দেয়া হয়েছে।
‘কটন: ওয়ার্ল্ড মার্কেট অ্যান্ড ট্রেড’ শীর্ষক এক প্রতিবেদনে ইউএসডিএ জানায়, চলতি মৌসুমে বিশ্বজুড়ে ১১ কোটি ৫৪ লাখ বেল তুলা উৎপাদন হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় তিন লাখ বেল কম। বৈশ্বিক ব্যবহার পূর্বাভাস আট লাখ বেলেরও বেশি কমানো হয়েছে। এ বছর ব্যবহারের পরিমাণ দাঁড়াতে পারে ১১ কোটি ৯ লাখ বেল।
ভারত, চীন ও পাকিস্তানের মতো শীর্ষ ব্যবহারকারী দেশগুলো রয়েছে নানামুখী চ্যালেঞ্জে। মুনাফা মার্জিন ও সুতার ক্রয়াদেশ কমে গেছে। ফলে কটন লিন্ট ক্রয়ে ক্রেতাদের মধ্যে রক্ষণশীল প্রবণতা তৈরি হয়েছে।