কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বসন্তের ‘ড্রেস রিহার্সাল’

প্রথম আলো সোহরাওয়ার্দী উদ্যান প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৫








‘নিয়ে যান...পঞ্চাশ...পঞ্চাশ...এই যে নিয়ে যান না...’


কান আটকে গেল ‘নিয়ে যান না...’ শব্দটিতে। সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি প্রান্তের প্রবেশপথে অনেকগুলো ফুলের টায়রা হাতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য হরদম চিৎকার করছেন মামুন। কেমন যেন একটা আকুতি ঝরে পড়ছে কণ্ঠে। তাঁর এই আকুতিতে মজে অনেকেই সঙ্গীর জন্য ফুলের টায়রা কিনছেন, কেউবা ময়মনসিংহ থেকে কাজের সন্ধানে আসা এই তরুণকে পাশ কাটিয়ে ঢুকে যাচ্ছেন বইমেলার ভিড়ভাট্টায়।


এমনই এক ‘জুটি’ মোদাব্বির ও তনুজা। তাঁদের সঙ্গে বাতচিতের প্রথমেই এক বেসরকারি প্রতিষ্ঠানের তরুণ প্রকৌশলী মোদাব্বির বন্ধু তনুজার মাথায় ফুলের টায়রা পরিয়ে দিতে দিতে বললেন, ‘মেলায় ঘুরে ঘুরে আজ বই বাছাই করব, কিনব পয়লা ফাল্গুনে। বসন্তের প্রথম দিন তনুজাকে তাঁর পছন্দের লেখকদের বই উপহার দেব। আজ আসলে আমাদের ড্রেস রিহার্সাল।’








সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও