সিরাজগঞ্জে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯৮৬ জনের নামে মামলা, গ্রেপ্তার ৭

প্রথম আলো সিরাজগঞ্জ প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৬

সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপির নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৯৮৬ নেতা–কর্মীকে আসামি করে দুটি মামলা হয়েছে। সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ, মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে মামলায়।


গতকাল শনিবার রাতে সদর থানায় করা মামলা দুটিতে ৩৮৬ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে জেলা যুবদলের সভাপতি মির্জা আবদুল জব্বার, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহরিয়া শিপু, কামারখন্দ সরকারি হাজী কোরব আলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শামিম রেজাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।


আজ রোববার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, গতকাল সকালে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১২টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ, সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর রাতে পৃথক দুটি মামলা করা হয়।


সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে মামলা দুটি করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও