‘আর কোনো আশার বাণী নয়, আমরা বিচার চাই’

সমকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৬

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের এগার বছর হয়ে গেল, তবুও কিনারা হয়নি। এই হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা ৯৫ বার পিছিয়েছে। তাই আর কোনো আশার বাণী নয়, অবিলম্বে এই খুনের বিচার দাবি করেছেন সাংবাদিক দম্পতি সাগর-রুনির সহকর্মীরা।


এ সময় ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন তারা।


শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা বলেন, মামলা সমাধানে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে।


বক্তারা বলেন, তারা অবিলম্বে বিচার চান, তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা ৯৫ বার পিছিয়েছে। এতে তারা হতাশ।


ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, তারা ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেখা করে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দাখিলের বিলম্বের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও