নাটোরে বিএনপি-আ. লীগের সংঘর্ষে আহত ১২
নাটোরে আওয়ামী লীগ ও বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়াসহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিএনপির ১২ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে।
শনিবার নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুরে বিএনপির পূর্বনির্ধারিত কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় দলটির নেতাকর্মীরা আহত হন।
এদিকে বিএনপির নাশকতা প্রতিরোধে নাটোর শহরসহ প্রতিটি ইউনিয়নে অবস্থান নিয়ে শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। এসব সমাবেশ থেকে বিএনপিকে রাজপথে নামতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের নেতারা।
কাফুরিয়া ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী শনিবার সকালে পীরগঞ্জ বাজারে শান্তিপূর্ণ মিছিল শেষে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই বাজারে নাশকতা করার উদ্দেশ্যে কাফুরিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালামের নেতৃত্বে স্থানীয় বিএনপি একটি মিছিল নিয়ে আসে। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপর চড়াও হয়ে মারমুখী হয়ে উঠে। তাদের নাশকতা ঠেকাতে ছাত্র ও যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা হয়।