কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শেষ পর্যন্ত মিয়ানমার ছাড়ছে মার্কিন তেল কোম্পানি শেভরন

প্রথম আলো মিয়ানমার (বার্মা) প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫০

যুক্তরাষ্ট্রের অন্যতম বড় তেল কোম্পানি শেভরন জানিয়েছে, মিয়ানমারে থাকা তাদের সব সম্পদ কানাডিয়ান কোম্পানি এমটিআইয়ের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এ চুক্তির ফলে তারা শেষ পর্যন্ত এই এশীয় দেশটি ত্যাগ করতে পারবে।


সামরিক অভ্যুত্থানের পর এক বছর আগে শেভরন এবং আরও কয়েকটি কোম্পানি মিয়ানমার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিল। ২০২১ সালে মিয়ানমারে সামরিক অভ্যুত্থান হয়। শেভরন দেশটিতে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করেছে।


এ বিষয়ে মিয়ানমারের যোগাযোগ মন্ত্রণালয়ের মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স অনুরোধ জানালেও তাতে দ্রুত সাড়া মেলেনি।


মার্কিন কোম্পানিটি শুক্রবার জানায়, তারা এমটিআইয়ের মালিকানাধীন একটি কোম্পানির কাছে ইয়াদানা প্রকল্পের ৪১ শতাংশ শেয়ার বিক্রি করতে রাজি হয়েছে। কিন্তু এর জন্য কী পরিমাণ অর্থের লেনদেন হবে, সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি।


ইয়াদানা প্রকল্পে যে প্রাকৃতিক গ্যাস উৎপাদিত হয়, তা দেশে ব্যবহারের পাশাপাশি থাইল্যান্ডেও রপ্তানি হয়।


ফরাসি তেল কোম্পানি টোটালএনার্জি ২০২২ সালে তাদের সম্পদ বিক্রি করে মিয়ানমার ত্যাগ করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও