You have reached your daily news limit

Please log in to continue


৮০ ফুটের আদি যমুনা খনন করে ৬০ ফুট করছে পাউবো!

সাতক্ষীরা: ২০১০ সালে ৮০ ফুট প্রশস্ত করে খনন করা হয়েছিল আদি যমুনা নদী। এবার তা খনন করা হচ্ছে ৬০ ফুট প্রশস্ত করে।

আর এভাবেই সংকেুচিত করে ফেলা হচ্ছে সাতক্ষীরার কালিগঞ্জে আদি যমুনা নদীকে। সেই সঙ্গে এই নদীর কালিগঞ্জ থেকে শ্যামনগর পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকা খননে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দায়সারাভাবে খননের মধ্যদিয়ে বিশাল এলাকাকে মরুকরণের দিকে ঠেলে দিচ্ছে পাউবো। যে প্রক্রিয়ায় খাল খনন করা হচ্ছে তাতে উপকারের পরিবর্তে কালিগঞ্জ ও শ্যামনগরের বিস্তীর্ণ এলাকার মানুষকে চরম ক্ষতির মুখোমুখি হতে হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। এলাকার সার্বিক কল্যাণের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে এ ঘটনায় প্রয়াজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন