![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2023-02%252F9840fe70-4dd0-407a-bdff-e8376fe3bd59%252Factorsaifalikhan_88983900_509728299972036_3168441399093604220_n.jpg%3Frect%3D0%252C0%252C1080%252C567%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2023-02%252F427465a8-07c1-4e3f-a6cf-3945adce7eeb%252FGPI_14_7814X543.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
নবাব দম্পতির মার্ভেলে পা
প্রথম আলো
প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭
মার্ভেলের দুনিয়ায় পা রাখলেন বলিউডের নবাব দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। তাঁরা মার্ভেল ইউনিভার্সের সুপারহিরো হিসেবে আসতে চলেছেন। তবে সশরীর অভিনয় নয়, কণ্ঠ অভিনয় দিয়ে এই তারকা দম্পতি মার্ভেল সাম্রাজ্যে ঝড় তুলতে চলেছেন।
স্টিমিং প্ল্যাটফর্ম অডিবেল এই প্রথম মার্ভেলস ওয়েস্টল্যান্ডার্স সিরিজকে সম্পূর্ণ ভারতীয় আবহে আনতে চলেছে। হিন্দি দর্শকদের কথা মাথায় রেখে এই নতুন পদক্ষেপ নিল তারা। হিন্দি অডিবেল অরিজিনাল পডকাস্ট সিরিজে এবার মার্ভেলের সুপারহিরোদের চরিত্রে প্রিয় বিটাউন তারকাদের গলা শোনা যাবে। মার্ভেল ইউনিভার্সের সুপারহিরোদের নেপথ্যে থাকবেন কারিনা, সাইফ, শারদ কেলকর, মাসাবা গুপ্তা, প্রযুক্তা কোলি, মিথিলা পালকর, জয়দীপ আহলাওয়াত, ব্রজেশ হিরজেসহ আরও অনেকের কণ্ঠ।