![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2023%2F02%2F09%2F-7890fc2753fbe22c80c6f390f4a0418f.jpg%3Fjadewits_media_id%3D839479)
দুই মাসে ৮ লাখ আয়ের পর এবার কোটি টাকা বিক্রির আশা
হিমালয়কন্যাখ্যাত শীতপ্রবণ জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সুবাস ছড়াচ্ছে টিউলিপ ফুল। উপজেলার দর্জিপাড়ায় বৃহৎ পরিসরে চাষ হয়েছে এই ফুল। স্থানীয় বাজারে বিক্রির পাশাপাশি ঢাকাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে বাহারি জাতের টিউলিপ। গত বছর দুই মাসে আট লাখ আয়ের পর এবার কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন চাষি ও প্রকল্প সংশ্লিষ্টরা।
গ্রামীণ নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করার জন্য টিউলিপ চাষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। গত বছর টিউলিপ চাষ করে আট নারী ৬৫ হাজার টাকা করে আয় করেছেন। এবার আরও বেশি লাভের আশায় দুই একর জমিতে ২০ নারী উদ্যোক্তা টিউলিপ চাষ করেছেন। চলতি মৌসুমে কোটি টাকার ফুল বিক্রির আশা করছেন তারা।