১৬ টাকার ইনজেকশন কিনতে হলো ৮০০ টাকায়!
ঠাকুরগাঁও: হাসপাতালে সিজারের মাধ্যমে জন্মের কয়েক ঘণ্টা যেতে না যেতে অসুস্থ হয়ে পড়ে নবজাতক। হাসপাতালে বারবিট নামে ইনজেকশন সরবরাহ না থাকায় বাইরে থেকে কিনে আনতে বলেন চিকিৎসক।
হাসপাতালের বিপরীতে থাকা আখানগর ফার্মেসিতে পাওয়া গেল কাঙিক্ষত ইনজেকশ। কিন্তু বিস্ময়ের বিষয়, মাত্র ১৬ টাকার ইনসেপ্টা কোম্পানির বারবিট ইনজেকশনটি সেই ফার্মেসির বিক্রেতা চাইলেন ১ হাজার টাকা। আশপাশের বিভিন্ন ফার্মেসিতে হন্যে হয়ে ঘুরে লাভ হয়নি। কোথাও নেই সেই ইনজেকশন।