জাদেজার ৫ উইকেটের পর প্রথম দিনটা ভারতের
১৬২ দিন পর প্রত্যাবর্তনটা রাজসিক হয়েছে স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন নিজের কার্যকারিতা। তার ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া দল। তার পর ব্যাট হাতেও দারুণ জবাব দিচ্ছে স্বাগতিক দল। প্রথম দিন শেষে ভারতের প্রথম ইনিংসে স্কোর ১ উইকেটে ৭৭ রান। পিছিয়ে আছে আর ১০০ রানে।
পিচ দেখে মনে হয়েছে শেষ ইনিংসে ব্যাট করতে নামলে ভয়ানক বিপদের মুখোমুখি হতে হবে। সে কারণে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেনি অজি দল। কিন্তু প্রথম ইনিংসে তাদের ছন্নছাড়া ব্যাটিং আতঙ্কই ছড়িয়েছে। অবশ্য প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে মার্নাস লাবুশেন (৪৯), স্টিভেন স্মিথ (৩৭) ও পিটার হ্যান্ডসকম্ব (৩১) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের থিতু হতে দেননি জাদেজা। মূলত বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাদের প্রতিরোধ ভেঙেছেন।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- ক্রিকেটার
- অলআউট
- রবীন্দ্র জাদেজা