![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2021-11%252Fa8b32945-398a-42b0-97fd-7ae0e4e16bab%252FUntitled_5.png%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
বাড়তি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি ‘অপরাধ’
নতুন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করেছে ১ হাজার ৪৯৮ টাকা। কিন্তু খুচরা পর্যায়ে এই সিলিন্ডার কিনতে অতিরিক্ত ২০০–৩০০ টাকা বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের। খুচরা পর্যায়ে বাড়তি দামে সিলিন্ডার গ্যাস বিক্রিকে অপরাধ বলে মনে করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার সংস্থাটির প্রধান কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। এ সময় এলপিজি বাজারজাতকারী প্রতিষ্ঠান থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীদের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।
ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেন, এলপিজির দাম সরকার যেটুকু বাড়ায়, খুচরা বাজারে দাম বাড়ানো হয় তার চেয়ে বেশি। এমনটা হলে সরকারিভাবে বেঁধে দেওয়া দামের কোনো কার্যকারিতা থাকে না। খুচরা পর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে ২০০–৩০০ টাকা পর্যন্ত বাড়তি রাখা হচ্ছে। এটা আইনের ব্যত্যয়।