![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2023/Feb/1675862867_new-project-2023-02-08t181355-004.jpg)
প্রথম দেখা? শহরের কোন ৫ জায়গায় একান্তে সময় কাটাতে পারেন দু’জনে?
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৩২
আজকাল জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে অ্যাপ ও অনলাইনে ভরসা রাখেন অনেকেই। কর্মব্যস্ত জীবনে আলাদা করে মনের মানুষ খুঁজে পাওয়ার সুযোগ অনেকেরই হয় না। এ দিকে একেবারে অচেনা কারও সঙ্গে জীবনের বাকি সময় কাটাতেও রাজি নয় আধুনিক প্রজন্ম। স্বাভাবিক ভাবেই জনপ্রিয়তা বাড়ছে অনলাইন ডেটিং অ্যাপগুলির।
সোশ্যাল মিডিয়ার হাত ধরেও মনের মতো মানুষকে খুঁজে পান অনেকই। অনলাইনে আলাপের পর্ব তো হল, তবে প্রথম বার সামনাসামনি কোথায় দেখা করবেন, তা ভেবেই রাতের ঘুম উড়েছে? রেস্তরাঁ কিংবা ক্যাফেতে তো সকলেই যান, নতুন কোন জায়গার হদিস দিলে খুশি হবেন মনের মানুষটি? চলছে প্রেমের সপ্তাহ। প্রথম ডেটে বান্ধবীকে কোথায় নিয়ে যেতে পারেন, রইল তার হদিস।