এক চার্জে ২৮ ঘণ্টা চলবে যে ইয়ারবাড

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২১

দিন দিন স্মার্ট গ্যাজেট জনপ্রিয় হয়ে উঠছে। বিশেষ করে ওয়্যারলেস হেডফোন, চার্জার, ইয়ারবাডগুলো সবার কাছেই প্রিয় হয়ে উঠছে। তারের ঝামেলা নেই সেই সঙ্গে ছোট্ট হওয়ায় সহজেই পকেটে বা ব্যাগে বহন করা যায়। গানপ্রেমীদের কাছে তাই তো প্রথম পছন্দ ট্রু ওয়্যারলেস হেডফোন।


এবার ট্রু ওয়্যারলেস সংস্থা জেব্রা ভারতে লঞ্চ করলো জাব্রা এলিট ৫টিভিএস ইয়ারবাড। এই অডিও ডিভাইসটিতে অনেকগুলো প্রিমিয়াম স্পেসিফিকেশন এবং ফিচার রয়েছে। এই ইয়ারবাডের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একসঙ্গে দুটি ডিভাসে কানেক্ট করা যাবে ইয়ারবাডটি।


জাব্রা এলিট ৫-ইয়ারবাডটিতে কোয়ালকম এপিটিএক্স অডিও সাপোর্ট সহ ৬এমএম ড্রাইভার প্যাক রয়েছে। এতে ফিডব্যাক মাইক্রোফোন এবং ফিডফরওয়ার্ড মাইক্রোফোনের সাহায্যে হাইব্রিড অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার দেওয়া হয়েছে। এটিতে হার্টথ্রু প্রযুক্তি রয়েছে। ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটিতে একটি ৬-মাইক সেটআপ এবং কোয়ালকম কিউসিসি ৩০৫০ ব্লুটুথ চিপসেট দেওয়া হয়েছে। জাব্রা সাউন্ড+ অ্যাপ থেকে ইকিউ সেটিংস কাস্টমাইজ করতে পারেন। এমনকি এতে স্পোটিফাই ট্যাপ প্লেব্যাক ব্যবহার করতে পারবেন ব্যবহারকারী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও