![](https://media.priyo.com/img/500x/https://gumlet.assettype.com/bdnews24%2F2023-02%2F23921ba5-15f2-4648-8226-ff35408561c2%2Fchild_weight_reuters_070223.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&w=640)
সন্তানের ওজন কম বোঝার উপায়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:৪৭
স্থূলতা যেমন শিশুর জন্য বিপজ্জনক, অতিরিক্ত কম ওজনও সমান ঝুঁকিপূর্ণ।
তাই শিশুর সুস্থতা নিশ্চিত করতে তার ওজন সম্পর্ক সচেতন হওয়া প্রয়োজন।
টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ব্যাঙ্গালুরুতের অবস্থিত ‘অ্যাস্টার আরভি’ হাসপাতালের শিশু-বিষয়ক হরমোন-জনিত রোগ বিশেষজ্ঞ ডা. নম্রতা উপাধ্যয়া ‘কম ওজন’ শব্দটা শিশুর চিকন বা অবকাঠামোগত ভাবে শুকনা বলে সংজ্ঞায়িত করেন।