বাংলাদেশের রফতানি পরিসংখ্যান সন্দেহপূর্ণ?
বাংলাদেশে অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হলো রফতানি আয়। যদিও সরকারি পরিসংখ্যানের নির্ভরযোগ্য সূত্রগুলো দিচ্ছে রফতানির ভিন্ন ভিন্ন তথ্য। বাংলাদেশ ব্যাংক, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সর্বশেষ অর্থবছরের (২০২১-২২) রফতানি পরিসংখ্যানে কোনো মিল পাওয়া যাচ্ছে না।
ইপিবি জানিয়েছে, এ সময় বাংলাদেশ থেকে রফতানি হয়েছে ৫২ বিলিয়ন ডলারের। এনবিআরের নিজস্ব প্রতিবেদনে মোট রফতানির অর্থমূল্য দেখানো হয়েছে ৪০ বিলিয়ন ডলার। আবার বাংলাদেশ ব্যাংকের তথ্যে বলা হয়েছে, গত অর্থবছরে রফতানি হয়েছে ৪৯ বিলিয়ন ডলারের।