
‘এরা শুধু ঘেউ ঘেউ করে’, ‘পাঠান’-এর সাফল্যে বয়কট বাহিনীকে একহাত নিলেন প্রকাশ রাজ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৭
প্রকাশ রাজ। দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেতা। মত প্রকাশে বরাবরই অকুতভয়। সোজা সাপটা কথা বলতেই পছন্দ করেন প্রকাশ। পাঠান প্রসঙ্গ যখনই দেশ বয়কট বিক্ষোভ এর ডাক দিয়েছে, গেরুয়া শিবিরের একাংশ প্রতিবার সুর চড়িয়েছেন তিনি।
‘পাঠান’–এর সাফল্যের ‘বলিউড বয়কট’ ধারা প্রসঙ্গে গেরুয়া শিবিরকে একহাত নিলেন প্রকাশ রাজ। অভিনেতা অভিযোগের আঙুল উঠল ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দিকেও। শাহরুখের ছবি ‘পাঠান’ বয়কটের যে রব উঠেছিল, দেশে তাঁদের প্রসঙ্গে বলেন, ‘‘এরা শুধু ঘেউ ঘেউ করবে কামড়াবে না।’’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ৮ মাস আগে
১ বছর, ৮ মাস আগে