
ভূমিকম্পে তুরস্ক-সিরিয়ায় মসজিদসহ প্রত্মতাত্তিক স্থাপনায় ক্ষতি
ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় আজ মঙ্গলবার ভোর পর্যন্ত প্রায় চার হাজার মানুষের প্রাণহানির কথা জানা গেছে। সোমবার ভোরে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে বিভিন্ন ভবন ধসে পড়ে মানুষ হতাহত যেমন হয়েছে, তেমনি ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে বহু শতাব্দী পুরনো মসজিদ-দুর্গসহ নানা স্থাপনা।
তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলীয় মালাতিয়া প্রদেশের কাহরামানমারাস জেলার পাজারসিক এলাকায় সুলতানি আমলের ইয়েনি মসজিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদপত্র ডেইলি সাবাহ।মালাতিয়ার ইয়েনি মসজিদটি ১৯৬৪ সালের ১৪ মার্চের ভূমিকম্পেও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই জায়গাটিতে অবস্থিত হাজি ইউসুফ মসজিদ ১৮৯৪ সালের ৩ মার্চ তুরস্কে হওয়া ‘মহা ভূমিকম্পে’ একেবারে ধ্বংস হয়ে যায়। ওই স্থানে নতুন করে গড়ে তোলা হয় ইয়েনি মসজিদ।