10 সেকেন্ডে ছবি থেকে 'large' শব্দ খুঁজতে হবে, চোখের চ্যালেঞ্জ নেবেন?

eisamay.com প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩৪

আজকাল ইন্টারনেটে অপটিক্যাল ইলিউশন বেশ মজার খেলা হয়ে উঠেছে। চোখ ধাঁধানো ছবি থেকে অপটিক্যাল ইলিউশন খুঁজে বের করতে অনেকেই বেশ আনন্দও পান। আসলে অপটিক্যাল ইলিউশন এমন ভাবে তৈরি করা হয় যা এককথায় মানুষের চোখের পরীক্ষা নেয়। একইরকম ছবির মধ্যে লুকোনো কোনও জিনিস খুঁজে পাওয়া অনেকেরই বেশ কঠিন লাগতে পারে। তবে এই ধরনের ধাঁধার সমাধান করলে কিন্তু আমাদের বুদ্ধির বিকাশও হয়।


গবেষণায় দেখা গিয়েছে, শুধুমাত্র শিশুদের নয়, প্রাপ্তবয়স্কদের জন্যও নিয়মিত অপটিক্যাল ইলিউশনের অভ্যাস বেশ উপকারী। ডিমেনশিয়া এবং অ্যালঝাইমারের মতো রোগের লক্ষণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অপটিক্যাল ইলিউশন। অ্যালঝাইমার রাগীদের মস্তিষ্কের কোষের ক্ষতি হওয়া রোধ করতে পারে পাজেল এবং প্রবলেম সলভিং-এর এই খেলাগুলি। একইসঙ্গে এটি নতুন নার্ভের কোষ তৈরিতেও সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও