শূন্যরেখা থেকে আসা আরও ২৭৩ রোহিঙ্গা ‘ট্রানজিট ক্যাম্পে’

বিডি নিউজ ২৪ বান্দরবান প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:২৫

ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার পর শূন্যরেখার ক্যাম্প থেকে পালিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আশ্রয় নেওয়া আরও ২৭৩ জনকে ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে।


কক্সবাজারের শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান চৌধুরী জানান, তুমব্রুতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সরিয়ে নেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দ্বিতীয় দিন সোমবার আরও ৫৩ পরিবারের ২৭৩ জনকে উখিয়ার কুতুপালং সংলগ্ন ট্রানজিট ক্যাম্পে আনা হয়েছে।রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে রোহিঙ্গাদের সরানোর কার্যক্রম শুরু হয়। দুই হাজার ৯৭০ জনের মধ্যে প্রথম দফায় ৩৫টি পরিবারের ১৮৪ জন রোহিঙ্গাকে ট্রানজিট ক্যাম্পে আনা হয়।

দুইদিনে ৮৮ পরিবারের ৪৫৭ জন রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হলো জানিয়ে কমিশনার বলেন, “প্রথমদিন আনা ১৮৪ জনে রোহিঙ্গার মধ্যে অধিকাংশরই আগে থেকে বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা হিসেবে নিবন্ধন ছিল। তাদের (নিবন্ধিত) স্ব স্ব ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও