You have reached your daily news limit

Please log in to continue


নাসার নতুন স্যাটেলাইট ভূপৃষ্ঠের প্রতি সেন্টিমিটারের তথ্য দেখাবে

মহাকাশে উচ্চ রেজুলিউশনে বিভিন্ন পরিবেশগত পরিবর্তন পাঠের জন্য শীঘ্রই নতুন এক টুল চালু করতে যাচ্ছেন নাসার বিজ্ঞানীরা। এর ফলে, বিভিন্ন তথ্য জানায় অপেক্ষার সময়ও কমে আসবে।

ভারতের মহাকাশ সংস্থার (ইসরো)’র সঙ্গে যৌথ উদ্যোগে এই ‘আর্থ-ম্যাপিং’ স্যাটেলাইট ‘নিসার (নাসা-ইসরো সার)’ স্যাটেলাইট সম্পর্কে ৩ ফেব্রুয়ারি সংবাদমধ্যমগুলোর মুখোমুখি হয় নাসার ‘জেট প্রোপালশন ল্যাবরেটরি’।

স্যাটেলাইটটি ভারত থেকে উৎক্ষেপণের পরিকল্পনা থাকলেও ২০২৪ সালের আগে সেটি হচ্ছে না। মহাকাশে এর কার্যক্রমের মেয়াদ মাত্রই তিন বছর হলেও, নাসা বলছে, এতে এমন ‘আলোড়ন তোলা’ প্রযুক্তি থাকার সম্ভাবনা আছে, যা পৃথিবীর পরিস্থিতি বুঝতে সহায়তার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সঙ্গেও মানিয়ে নিতে পারে।

দ্বৈত তরঙ্গ ব্যবহার করা প্রথম ‘রেডার ইমেজিং স্যাটেলাইট’ হতে যাচ্ছে নিসার। এর ফলে, পদ্ধতিগতভাবে ভূত্বকের বিস্তারিত তথ্য নতুন মাত্রায় ‘ম্যাপ’ করার পাশাপাশি এটি এক সেন্টিমিটারের মধ্যে আসা বিভিন্ন পরিবর্তনও শনাক্ত করতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন