কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

জনশুমারি প্রতিবেদনের অপেক্ষা কঠিন হয়ে যাচ্ছে: ইসি আলমগীর

বিডি নিউজ ২৪ নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ২০:০৪

সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করে থাকা নির্বাচন কমিশনের (ইসি) জন্য কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।


রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে কমিশনার আলমগীর সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনের মঙ্গলবারের সভায় সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিয়ে বসছে।


তিনি বলেন, “পরিসংখ্যান ব্যুরো থেকে জনসংখ্যার চূড়ান্ত রিপোর্ট আমরা এখনো পাইনি। আমাদের অপেক্ষা করা একটু কঠিন হয়ে যাচ্ছে। আমাদের কাজ শুরু করতে হবে।”


মো. আলমগীর বলেন, “৭ ফেব্রুয়ারি আমাদের সভা। একেবারেই প্রথম সভা। এজেন্ডা একটাই। আমরা কাজ শুরু করব। আলোচনা শেষে আইন অনুযায়ী সীমানা পুনর্নির্ধারণে আমাদের কার্যপদ্ধতি ও নীতিমালা নির্ধারণ করা হবে।


“আমাদের প্রাথমিক কাজগুলো কাগজপত্র জোগাড়, তথ্য জোগাড়- এসব করে ফেলেছি। … ৭ ফেব্রুয়ারি সভা করে এখন নীতিমালা করে এগোব।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও