
শুভ-ফারিয়াকে ছাড়াই ‘ফুটবল ৭১’র শুটিং শুরু
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৭:৩৫
‘দেবী’র পর দ্বিতীয় সিনেমা ‘ফুটবল ৭১’র শুটিং শুরু করেছেন নির্মাতা অনম বিশ্বাস। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) থেকে রাজধানীর পুরান ঢাকায় শুরু হয়েছে সিনেমাটির শুটিং।
এর প্রধান দুই চরিত্রে অভিনয় করবেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। তবে পরিচালক জানান, প্রথম তিন দিনের শুটিংয়ে তাদের দুজনের কেউই থাকছেন না। তারা শুটিংয়ে যোগ দেবেন তিন-চারদিন পর।
অনম বিশ্বাস বলেন, প্রথম কিছুদিন পুরান ঢাকায়, এরপর মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় এর শুটিং হবে।
এর আগে পরিচালক জানিয়েছিলেন, ‘ফুটবল ৭১’ সিনেমাটিতে স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসবে। থাকবে মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের অবদানের গল্প। দেশের বাইরে স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম এ ফুটবল দলের হাত ধরে উড়েছিল। সে আবেগের চিত্রায়নও হবে।