You have reached your daily news limit

Please log in to continue


আর্থারের অনুপস্থিতিতে পাকিস্তানের কোচ ইয়াসির!

পাকিস্তানের ক্রিকেটে আবার ফিরছেন মিকি আর্থার। তবে আগের মতো হেড কোচ হিসেবে নয়, টিম ডিরেক্টর পদবিতে একটু অভিনবভাবে ফিরছেন এ প্রোটিয়া কোচ। কাউন্টি দল ডার্বিশায়ারের সঙ্গে চুক্তি বহাল থাকায় তাকে অধিকাংশ সময় পাবে না পাকিস্তান। তবে তার অনুপস্থিতিতে বাবর আজম-শাহিন আফ্রিদিদের সামলাবেন ইয়াসির আরাফাত।অবশ্য ইয়াসির দায়িত্ব পালন করলেও অনলাইনে তাকে সার্বক্ষণিক পরামর্শ দেবেন আর্থার।

জানা গেছে, মিকি আর্থারই নাকি পিসিবির কাছে ইয়াসিরের নাম প্রস্তাব করেন। তাই বোলিং কোচের পাশাপাশি পাকিস্তান দলের সহকারী কোচ হতে যাচ্ছেন ইয়াসির।ক্রিকইনফো জানাচ্ছে, পিসিবি চায় মিকি আর্থারের সঙ্গে কাজ করার জন্য তিন ফরম্যাটে আলাদা আলাদা তিনজন কোচ নিয়োগ দেবে পিসিবি।

ব্যাটিং বোলিং এবং ফিল্ডিং। এর মধ্যে বোলিং কোচের জায়তাটা পূরণ করার জন্য বেছে নেয়া হয়েছে ইয়াসির আরাফাতকে।৪০ বছর বয়সী ইয়াসির পাকিস্তানের হয়ে তিনটি টেস্ট, ১১টি ওয়ানডে ও ১৩টি টি২০ খেলেছেন। তবে ২০৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলেছেন তিনি। ইয়াসির সম্প্রতি ইসিবির অধীনে প্রথম পাকিস্তানি হিসেবে সফলতার সঙ্গে লেবেল ফোর কোচিং সম্পন্ন করে এসেছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন