You have reached your daily news limit

Please log in to continue


ওসমানী বিমানবন্দরে চাকা ফেটে রানওয়েতে আটকা পড়লো বিমান

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ উড্ডয়নের সময় চাকা ফেটে গিয়ে রানওয়েতে আটকা পড়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বিজি ৬০২ নম্বর ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগ মুহূর্তে এ ঘটনা ঘটে।

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, দুপুর সোয়া ১টার দিকে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ এর একটি উড়োজাহাজ ঢাকা যাওয়ার কথা ছিল। তবে ফ্লাইটটি উড্ডয়নকালে রানওয়েতেই উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। এরপর রানওয়েতে বিমানটি আটকা পড়ে। তখন থেকে বিমানবন্দরে সব ফ্লাইট ওঠানামা বন্ধ আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন