গরুর আবাসিক হোটেল

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৯

রংপুরের মডার্ন মোড় এলাকায় গড়ে তোলা হয়েছে গরুর আবাসিক হোটেল। সেখানে ৩শ গরু রাখার ব্যবস্থা রয়েছে। প্রতিদিন মাত্র ৪০ টাকা ভাড়ায় এই হোটেলে গরু রাখা যায়। রংপুর ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা এখানে গরু রাখেন। ব্যবসায়ীরা জানান, রংপুর অঞ্চলের দেশি গরুর মাংসের ব্যাপক চাহিদা রয়েছে দেশের দক্ষিণাঞ্চলে। ওই সব এলাকা থেকে প্রতিদিন পাইকাররা গরু কিনতে রংপুরে আসেন। আগে গরু কিনে রাখার জায়গা ছিলো না।


তার ওপর নিরাপত্তা নিয়ে সংশয়ে থাকতেন তারা। অন্যদিকে রংপুরের প্রত্যন্ত এলাকা থেকে অনেক গৃহস্থ নগরীর বিভিন্ন হাটে গরু বিক্রি করতে আসেন। কাঙ্খিত দাম না পেলে গরু রাখার সংকটের কারণে সেদিনই তাদের বাড়ি ফিরতে হতো। ব্যবসায়ীদের দুর্ভোগ দূর করতে রংপুর-ঢাকা মহাসড়কের পাশে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি গড়ে তুলেছেন গরুর এই হোটেল।আলমগীর জানান, একটি গরু একদিন রাখার জন্য ৪০ টাকা ভাড়া নেয়া হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও