কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চীনে বিনিয়োগকারীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রের

বণিক বার্তা প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৫৯

২০১৫-২১ সাল পর্যন্ত চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিদেশী বিনিয়োগের পাঁচ ভাগের এক ভাগই এসেছে যুক্তরাষ্ট্র থেকে। বিনিয়োগকারীদের মধ্যে ইনটেল করপোরেশন ও কোয়ালকমের মতো প্রতিষ্ঠানের ইনভেস্টমেন্ট আর্ম রয়েছে। খবর রয়টার্স।


ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ইমার্জিং টেকনোলজির (সিএসইটি) এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন যখন চীনের প্রযুক্তি কোম্পানিগুলোয় বিনিয়োগে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন ঠিক সে সময় এ প্রতিবেদন প্রকাশ্যে এল।


প্রতিবেদনে বলা হয়, ১৬৭ বিনিয়োগকারী প্রতিষ্ঠান ৪০১টি লেনদেনের মাধ্যমে বিনিয়োগ করেছেন ৪ হাজার ২০ কোটি ডলার। এর মধ্যে কোয়ালকম ও ইনটেল যথাক্রমে ১১ ও ১৩টি বিনিয়োগের সঙ্গে সম্পৃক্ত। অন্যদিকে সিজিভিসি ক্যাপিটাল মোট ৪৩টি বিনিয়োগ নিয়ে শীর্ষে আছে।


প্রসঙ্গত, ২০২৩ সালের শেষ দিকে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বিনিয়োগ বন্ধে নির্বাহী আদেশ দেয়ার প্রস্তুতি নিচ্ছে বাইডেন প্রশাসন। ওয়াশিংটন মনে করছে, সংবেদনশীল এ খাতে বিনিয়োগ করলে চীনা প্রযুক্তি কোম্পানিগুলো বেইজিংয়ের সামরিক সক্ষমতা বাড়াতে ভূমিকা পালন করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও