কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শুক্রবার মুক্তি পাচ্ছে ‘বীরকন্যা প্রীতিলতা’

www.ajkerpatrika.com প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৫

কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখা ব্রিটিশ বিরোধী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে আগামীকাল শুক্রবার মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী শুক্রবার দেশের ৫টি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা প্রদীপ ঘোষ।


আজকের পত্রিকাকে নির্মাতা জানান, আগামীকাল দেশের ৫টি সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে সিনেমাটি। আগামী সপ্তাহগুলো থেকে আরও কিছু সিনেমা হলে মুক্তি পাবে এটি।


ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনীনির্ভর চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন—নাম ভূমিকায় প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, বিপ্লবী রামকৃষ্ণ বিশ্বাস চরিত্রে মনোজ প্রামাণিক এবং মাস্টারদা সূর্যসেন চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান তাপু।। সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও