ভাঁজ করলেই ট্যাবলেট! দুর্দান্ত ফিচার্সের টাচস্ক্রিন ল্যাপটপ আনল স্যামসাং, দাম কত?

eisamay.com প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৯

বুধবার লঞ্চ হয়েছে Samsung-এর নতুন ল্যাপটপ Galaxy Book 3 সিরিজের একাধিক মডেল। Galaxy Unpacked ইভেন্ট থেকে গোটা বিশ্বের সামনে এই প্রোডাক্টগুলি নিয়ে এসেছে দক্ষিণ কোরিয়ার সংস্থাটি। Galaxy Book 3 Pro ছাড়াও লঞ্চ হয়েছে Galaxy Book 3 Pro 360 ও Samsung Galaxy Book 3 Ultra। এর মধ্যে সবথেকে শক্তিশালী প্রসেসর থাকছে Samsung Galaxy Book 3 Ultra মডেলে। এই ল্যাপটপে 13th Gen Intel Core i9 প্রসেসর ব্যবহার হয়েছে।


সঙ্গে থাকছে Nvidia GeForce RTX 4000 GPU। এছাড়াও লঞ্চ হয়েছে কোম্পানির নতুন 2-in-1 কনভার্টেবল ল্যাপটপ Galaxy Book 3 Pro 360। এছাড়াও ক্লাসিক ল্যাপটপের ডিজাইনে বাজারে এসেছে Galaxy Book 3 Pro। এই ল্যাপটপগুলিতে থাকছে স্যামসাং মাল্টি কন্ট্রোল ফিচার। যা ব্যবহার করে PC, Galaxy Tab ও Galaxy স্মার্টফোন নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়াও চাইলে Galaxy Tab-কে অতিরিক্ত ডিসপ্লে হিসাবে ব্যবহার করার সুবিধা দিচ্ছে Samsung। এই ল্যাপটপগুলিতে চলবে Windows 11 অপারেটিং সিস্টেম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও