দুর্বল WiFi ক্ষতি করছে কাজের? বাজেটের মধ্যেই বেছে নিন সেরা ব্রডব্যান্ড প্ল্যান

eisamay.com প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:১৮

প্রযুক্তি যত এগেচ্ছে, ততই স্মার্ট হচ্ছে আমাদের আশপাশের সমস্ত জিনিস। টিভি থেকে শুরু করে লাইট, ফ্যান থেকে শুরু করে এয়ার কন্ডিশনার, আজকের যুগে সবই স্মার্ট। আর এই সমস্ত জিনিস ততক্ষণই স্মার্ট, যতক্ষণ তারা নেটওয়ার্কের সংস্পর্শে রয়েছে। Amazon Alexa হোক বা অন্য যে কোনও স্মার্ট ডিভাইস, যা আমাদের একটা কম্যান্ড শুনে সেরে দেয় ঘরের একশোটা কাজ। এ সমস্ত কিছু চালু রাখার জন্যই নেট প্রয়োজন।


আমাদের মোবাইলে যতই ডেটাপ্যাক থাক না কেন, তা দিয়ে একই ভাবে সমস্ত স্মার্ট ডিভাইস মেইনটেন করা কিন্তু বেশ কঠিন। তাই বাড়িতে কমবেশি সকলেরই প্রয়োজন হয় WiFi-এর। শুধু কি তাই। সিনেমা দেখা হোক বা এমনিই স্ক্রল করে যাওয়া সোশ্যাল মিডিয়ায়। সবসময় মোবাইল ডেটায় কুলিয়ে ওঠা কিন্তু বেশ মুশকিল। তাই আমরা প্রায় সবসময় Wi-Fi সীমার মধ্যে থাকতে পছন্দ করি। প্রায় সমস্ত টেলকো সংস্থারই রয়েছে ব্রডব্যান্ড সার্ভিস। এছাড়া বেশ কিছু সংস্থা রয়েছে, যারা শুধুমাত্র ব্রডব্যান্ড সার্ভিসই প্রোভাইড করে। কোন সংস্থা দিচ্ছে সবচেয়ে ভালো প্ল্যান। আসুন, এক নজরে দেখে নেওয়া যাক 500 টাকার মধ্যে সেরা ব্রডব্যান্ড প্ল্যানগুলি। যা আপনাকে দেবে কিংসাইজ বিনোদন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও