গণতন্ত্রের সংজ্ঞা পড়ে এসে কথা বলুন, বিএনপিকে হানিফ

জাগো নিউজ ২৪ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৩

বিএনপি নেতাদের গণতন্ত্রের সংজ্ঞা পড়ে কথা বলতে বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি এত নাটক কেন করছে? কোন লক্ষ্য নিয়ে করছে? বিএনপি নেতারা বলে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র কোথায় গেছে? প্রতিদিন সভা-সমাবেশ, মিছিল করেন। টেলিভিশনে টকশোতে মিথ্যাচার, বিষোদ্গার করেন। গণতন্ত্রের সংজ্ঞা আগে পড়ে আসেন, তারপর কথা বলেন।


বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক’ কার্যকলাপের প্রতিবাদে শান্তি সমাবেশে এসব কথা বলেন মাহবুবউল আলম হানিফ। আরও পড়ুন: সরকারকে ধাক্কা মারতে গিয়ে বিএনপির কোমর ভেঙে গেছে: তথ্যমন্ত্রী তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়ে বৈধভাবে জয়লাভের সম্ভাবনা নেই, তাই বিএনপি অশুভ চক্রান্ত করছে। আওয়ামী লীগকে উন্নয়ন, অগ্রগতির সরকার উল্লেখ করে মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি নেতারা মিথ্যাচার ও নেতিবাচক সমালোচনা করে সরকারের উন্নয়নের বিরোধিতা করছেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও