লেজারের মাধ্যমে ডিস্ক প্রোল্যাপ্স চিকিৎসা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৬:৩০

ঘাড়ে, পিঠে বা কোমরের ব্যথায় মানুষ ভুগবেনই; তা যে কোনো বয়সেই হোক। ইতোমধ্যে অনেকেই হয়তো ভুগেছেন। যারা এখনো ভোগেননি, তারাও হয়তো ভুগবেন একসময়। কোনো ধরনের আঘাতপ্রাপ্ত না হয়েও অনেক সময় মেরুদণ্ডে ব্যথা হতে পারে। প্রাথমিকভাবে মেরুদণ্ডে হালকা ব্যথা অনুভ‚ত হলেও পরবর্তীকালে শরীরে অন্য কোনো অংশে রোগের লক্ষণ প্রকাশ পায়। তাই মেরুদণ্ডে ব্যথার সঠিক কারণ নির্ণয় করা জরুরি। না হলে একদিকে যেমন রোগীর কষ্ট বাড়তে থাকে, একইভাবে বাড়ে চিকিৎসার ব্যয়ভার। তাই শুরু থেকেই সচেতন থাকা এবং চিকিৎসা জরুরি।


মেরুদণ্ডের গঠন ও ব্যথার উৎস : গঠন অনুযায়ী মাথার খুলি থেকে প্রথম সাতটি হাড় বা কশেরুকা নিয়ে ঘাড়। পরবর্তীকালে বারোটি হাড় নিয়ে পিঠ এবং এর নিচে পাঁচটি হাড় নিয়ে কোমর গঠিত। নানা কারণে মেরুদণ্ডে ব্যথা সৃষ্টি হয়ে থাকে। ব্যথার উৎপত্তিস্থল লক্ষণ প্রকাশের স্থান আলাদা হওয়ায় প্রায়ই সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যাহত হয়ে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও