![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2021/06/29/bece83e9fe6edb61b3f86eca45b29e76-60dacafa0651a.jpg)
এরশাদের সঙ্গে বেইমানি করে ২০১৪ সালের নির্বাচনে গিয়েছিলাম: সংসদে চুন্নু
জাতীয় পার্টির চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ ২০১৪ সালের নির্বাচন থেকে দলীয় প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করতে চিঠি দিয়েছিল জানান দলটির বর্তমান মহাসচিব মুজিবুল হক চুন্নু। কিন্তু বেগম রওশন এরশাদসহ কয়েকজন নেতা এরশাদের সঙ্গে বেইমানি করে নির্বাচনে অংশ নিয়েছিলেন। জাপা সেই নির্বাচনে অংশ না নিলে অসাংবিধানিক পরিস্থিতি ও সাংবিধানিক শূন্যতার সৃষ্টি হতো বলেও দাবি করেন চুন্নু।
আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। এর আগে গত সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে লালমনিরহাট-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোতাহার হোসেন জানান ২০১৪ সালের নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ তাঁর কাছে পরাজিত হন এবং জামানতও বাজেয়াপ্ত হয় এরশাদের। এ বক্তব্য নিয়ে জাতীয় পার্টির সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও মসিউর রহমান রাঙ্গা পাল্টা বক্তব্য দেন।