![](https://media.priyo.com/img/500x/https://eisamay.com/thumb/msid-97485244,imgsize-47132,width-700,height-525,resizemode-75/97485244.jpg)
ডার্ক সার্কেল উধাও হতে সময় নেবে না! চিকিৎসকের পরামর্শে এই সহজ কাজ করুন আর দেখুন ম্যাজিক
eisamay.com
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ২০:২৯
How To Get Rid Of Dark Circle: ভালো থাকার জন্যে সবার আগে নিজেকও ভালো রাখা প্রয়োজন। নিজের কথা ভাবা প্রয়োজন। নিজের যত্ন নেওয়া প্রয়োজন। যেমন স্বাস্থ্যের যত্নও নিতে হবে, একইসঙ্গে ত্বকের যত্নও করতে হবে আপনাকে। অনেকেরই চোখের তলায় কালি পড়ে যায়। নানা কারণেই ডার্ক সার্কেল চওড়া হতে থাকে। কারও জীবনশৈলী এর অন্যতম কারণ হতে পারে।
অতিরিক্ত দুশ্চিন্তা ও ঠিকঠাক ঘুম না হওয়ার কারণে চোখের তলায় কালি পড়তে পারে। অন্যান্য কারণেও হতে পারে। যাই হোক, ডার্ক সার্কেল থেকে মুক্তি পাওয়ার জন্যে চোখের যত্ন নিতে হবে। চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অনিকা গোয়েল সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে এই বিষয় নিয়েই আলোচনা করেছেন। (ছবি- istock)