স্মার্টফোনের সব কারসাজি এই সিক্রেট কোডে, এইসব শর্টকাট জানা থাকলেই কামাল
স্মার্টফোন হাতে থাকলে ঘাঁটতে তো ইচ্ছা করবেই। আর কোনও ম্যানুয়াল বই নয়, এই ঘেঁটে দেখাই কিন্তু স্মার্টফোনে ওস্তাদ হয়ে ওঠার প্রথম ধাপ। Android ফোনের Settings-এ গিয়ে বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে বের করা অবশ্যই বেশ রোমাঞ্চকর। কিন্তু জানেন কি, PC বা ল্যাপটপের মতোই কিন্তু ফোনেরও রয়েছে শর্টকাট কি। না, সেই হদিশ কিন্তু ফোনের ভার্চুয়াল কি-প্যাডে মিলবে না মোটেই। তার জন্য ফিরে যেতে হবে স্মার্টফোনের আগের যুগে।
যে সময় আমাদের হাতে থাকত বেসিক কি-প্যাড ফোন। মনে করে দেখুন, সেসময় ফোনের রিচার্জ প্ল্যান দেখতে বা ব্যালেন্স জানতে ঠিক কী করতে হত। ঠিকই ধরেছেন, ডায়াল প্যাডে গিয়ে টাইপ করতে হত চিহ্ন সহযোগে কয়েকটি সংখ্যা। আর তার পর সেই বিশেষ নম্বরটি ডায়াল করলেই হয়ে যেত ম্যাজিক। খুলতে থাকত একের পর এক ড্রপ ডাউন লিস্ট। সেখান থেকে আরও সংখ্যা ডায়াল করে করে পৌঁছে যাওয়া যেত উদ্দিষ্ট জায়গায়। সেই ডায়াল কোডকে প্রযুক্তির ভাষায় বলে USSD কোড বা MIMI কোড। কি-প্যাড বেসিক ফোনের রমরমা শেষ হয়ে গেলেও এই USSD কোডের প্রয়োজনীয়তা কিন্তু আজও ফুরোয়নি। এই কোডের গভীরেই লুকিয়ে রয়েছে স্মার্টফোনের সিক্রেট। যাকে এককথায় স্মার্টফোনের শর্টকাটওন বলতে পারেন আপনি। কোন USSD কোডে লুকিয়ে আছে কোন গোপন কথা? আসুন, জেনে নেওয়া যাক চট করে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- শর্টকোড
- ইউএসএসডি কোড