বইমেলায় নান্দনিকতার ছোঁয়া, দ্বার খোলার অপেক্ষা পাঠক-দর্শনার্থীদের

জাগো নিউজ ২৪ সোহরাওয়ার্দী উদ্যান প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১৮:০৩

কোথাও হাতুড়ি-লোহার টুংটাং শব্দ, কোথাও কাটা হচ্ছে কাঠ কিংবা কাঠের গায়ে দেওয়া হচ্ছে রং-তুলির আঁচড়, আবার কোথাও বালি ফেলে ইট বিছিয়ে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। সোহরাওয়ার্দী উদ্যানের এসব দৃশ্য দেখে যে কারোর বুঝতে অসুবিধা হবে না, দুয়ারে কড়া নাড়ছে অমর একুশে বইমেলা-২০২৩। সত্যিই তা-ই। বছর ঘুরে আবারও শুরু হচ্ছে বাংলা ভাষাভাষিদের প্রাণের মেলা। ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে চলা এ মেলা ঘিরেই বিভিন্ন প্রকাশনীর স্টল ও প্যাভিলিয়নগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।


বইমেলা শুরুর আগের দিন মঙ্গলবার (৩১ জানুয়ারি) সরেজমিনে সোহরাওয়ার্দী উদ্যান অংশ ঘুরে দেখা গেছে, বেশকিছু স্টল পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে। বেশিরভাগ স্টলের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বরাবরের মতো এবারও ক্রেতা-দর্শনার্থীদের আকর্ষণের বিষয়টি মাথায় রাখছেন প্রকাশনা মালিকরা। এ কারণে স্টলগুলোতে ফুটিয়ে তোলা হচ্ছে নান্দনিকতার ছোঁয়া। আর এসব কাজেই এখন ব্যস্ত সময় পার করছেন শ্রমিক ও স্টল সংশ্লিষ্টরা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও