গুগল মিটে যুক্ত হল নতুন দুটি ফিচার
www.ajkerpatrika.com
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৪৩
ভিডিও কনফারেন্সিং এর অন্যতম জনপ্রিয় সফটওয়্যার গুগল মিট। গত দুই বছরে গুগল বেশ কয়েকবার গুগল মিট হালনাগাদ করেছে। এতে যুক্ত করা হয়েছে বিভিন্ন সুবিধা। এবার এই সফটওয়্যারে যুক্ত করা হলো নতুন আরও দুটি ফিচার।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী , গুগল জানিয়েছে, এখন থেকে ব্যবহারকারীরা গুগল মিটে খুব সহজে যে কোনো ফাইল অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন, যা মিটিং এ অংশ নেওয়া সবাই দেখতে পারবেন। এর জন্য ব্যবহারকারীকে একটি অস্থায়ী মেনু ব্যবহার করতে হবে। ব্যবহারকারী যখন কোনো ফাইল শেয়ার করবেন, তখন ফাইলটির একটি লিংক স্বয়ংক্রিয়ভাবে মিটিং এর চ্যাট অপশনে চলে যাবে। লিংকটির মাধ্যমে ফাইলটি দেখার সুযোগ পাবেন মিটিং এ অংশগ্রহণকারীরা।