মার্কিন কংগ্রেসের মুখোমুখি হবেন টিকটক প্রধান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ১৬:৩৬
চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে মার্কিন নিয়ন্ত্রকদের তদন্তের কারণে যুক্তরাষ্ট্রের ‘এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’র কাছে সাক্ষ্য দেবেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী শৌ জি চ্যু।
কমিটির কাছে চ্যু সাক্ষ্য দেবেন ২৩ মার্চ, যা কোনো কংগ্রেশনাল কমিটির সামনে তার প্রথম হাজিরা। সোমবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন কমিটির মুখপাত্র ও প্যানেলের প্রধান রিপাবলিকান দলীয় জনপ্রতিনিধি ক্যাথি ম্যাকমরিস।
জাতীয় নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার বন্ধের লক্ষ্যে তৈরি এক বিল নিয়ে মার্কিন ‘হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি’ আগামী মাসে ভোটের খবরের মধ্যেই এই তথ্য এলো।
“মার্কিন ব্যবহারকারীদের ডেটায় চাইনিজ কমিউনিস্ট পার্টিকে জেনে বুঝে প্রবেশাধিকার দিয়েছে বাইটডান্স মালিকানাধীন টিকটক।”--বলেন ম্যাকমরিস রজার্স।