কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


নতুন এক পৃথিবীতে ফারিণ

টিমের সঙ্গে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেলিভিশন চ্যানেল, গণমাধ্যম কার্যালয়সহ বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন ফারিণ। সব জায়গাতেই দারুণ সাড়া পাচ্ছেন বলে জানালেন তিনি, ‘মনে হচ্ছে যেন সবাই আমাকে আগে থেকেই চেনেন। ওটিটিতে আমার কাজগুলো এখানকার দর্শকেরা দেখার সুবাদে প্রচারে বাড়তি সুবিধা পাচ্ছি। তাই প্রশ্নোত্তর পর্ব খুব উপভোগ করতে পারছি।’

কয়েক দিন আগে প্রচারে গিয়ে কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিতের সঙ্গে দেখা হয়েছিল। ওই ঘটনা নিয়ে ফারিণ বললেন, ‘আমাকে দেখেই চিনে ফেলেন। ওটিটিতে আমার কাজ দেখেছেন। বুম্বাদা আমাকে বলেন, “ফারিণ, তোমার অভিনয় ভালো, ধরে রেখো।” আমি এতটুকু মানুষ, তাঁর প্রশংসা আমার জন্য সৌভাগ্যের।’

ভারতের অন্য শহরের মতো কলকাতাতেও এখন বইছে ‘পাঠান’ঝড়। এই উন্মাদনায় ফারিণও শামিল হয়েছেন। ২৬ জানুয়ারি সাউথ সিটির আইনক্সে ছবিটি দেখেছেন, ‘আগে বড় পর্দায় শাহরুখ খানের ছবি কোনো দিন দেখা হয়নি। তাই খুব ইচ্ছা ছিল। ২৫ তারিখে টিকিট পাইনি। ২৬ তারিখে সকাল ৯টার শো দেখেছি। দেখতে বসে শুধুই শাহরুখের দিকেই নজর ছিল। আসলেই এই ছবি দিয়ে “কিং ইজ ব্যাক”। দেখছিলাম আর ভাবছিলাম, একজন মানুষের মধ্যে কী জাদু আছে, চার বছর পর ফিরে দর্শকদের মুগ্ধ করে চলেছেন!’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন