রুদ্ধশাস ফাইনালে হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন জার্মানি

আরটিভি প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৯:৪০

টানা দুই আসরে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি, খেলেছেন হ্যাটট্রিকসহ পাঁচটি হকি বিশ্বকাপের ফাইনাল। সবশেষ ২০১০ বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে হেরে পরাজয়ের কষ্টে পুড়েছিল জার্মানরা। এরপর যেন লম্বা বিরতির মধ্যেই পড়ে গিয়েছিল জার্মান হকি খেলোয়াড়রা। তবে ২০২৩ সালে এসে ঠিকই বিশ্বকাপে বিশ্বসেরার মুকুট পুনরুদ্ধার করে নিয়েছে জার্মানরা।


ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেলজিয়ামের বিপক্ষে রুদ্ধশ্বাসের ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতায় থাকায় শিরোপার ভাগ্য গড়ায় টাইব্রেকারে। তাতেও ফল নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথ-এ ৫-৪ জিতে শেষ হাসি হাসে ইউরোপিয়ান জায়ান্টরা। এই নিয়ে তৃতীয়বারের মতো হকি বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে জার্মানরা।


১৯৮২ সালে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠেছিল জার্মানি। তবে পাকিস্তানের কাছে হেরে বিশ্বকাপটা ছুঁয়ে দেখা হয়নি তাদের। এরপর দীর্ঘ ২০ বছর অপেক্ষার পর ফাইনালে উঠেই শিরোপা জিতে নেয় তারা। ২০০২ সালে সেবার অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পায় হিটলারের দেশটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও