You have reached your daily news limit

Please log in to continue


দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মোহামেডানের ফুটবলাররা

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। ফেডারেশন কাপের ম্যাচ খেলতে আজ দুপুরে গোপালগঞ্জে যাচ্ছিলেন মোহামেডানের ফুটবলাররা। গোপালগঞ্জ যাওয়ার পথে বিকট শব্দে ফুটবলারদের বহনকারী বাসের সামনের চাকা ফেটে যায়। এতে ফুটবলারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ফুটবলার আহত হননি। বাসে শুধু ফুটবলাররাই ছিলেন। কোচিং স্টাফরা যাচ্ছিলেন অন্য একটি মাইক্রোবাসে।

মোহামেডানের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব জানান, ‘পদ্মা সেতু হয়ে ভাঙা পার হওয়ার পর আমাদের টিম বাসের সামনের চাকা প্রচণ্ড শব্দে ফেটে যায়। বাসের সবাই আতঙ্কিত হয়ে পড়েছিল। তবে আল্লাহর রহমতে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাকা বদলে এক ঘণ্টা পর ফুটবলাররা গন্তব্যে পৌঁছেছে। এরপর ফুটবলাররা অনুশীলনও করেছে ভালোভাবে।’

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে আগামীকাল ফেডারেশন কাপের গ্রুপ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মুখোমুখি হবে মোহামেডান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন