প্রতিবার শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করা কি উচিত?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ১৬:০২
চুল পরিষ্কার করতে শ্যাম্পু করা জরুরি। তবে কন্ডিশনার ব্যবহার নিয়ে রয়েছে দ্বিধা-দ্বন্দ্ব।
চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ধরে রাখতে কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন।
বিশেষজ্ঞরা মনে করেন, কন্ডিশনার ‘এমোলিয়েন্টস’ ও ‘সিলিকন’য়ের মতো আর্দ্রতা রক্ষাকারী উপাদান দিয়ে তৈরি যা চুল মসৃণ করে তোলে।
ভারতের ‘কসমোডার্মা হেল্থকেয়ার প্রা. লি.’য়ের প্রতিষ্ঠাতা চিত্রা ভি আনন্দ টাইমসঅবইন্ডিয়া ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “সুন্দর, মসৃণ ও চকচকে রাখার পাশাপাশি আগা ফাটা ও চুল পড়া কমাতে প্রতিবার শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন।”
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- কন্ডিশনার
- শীতে চুলের যত্ন