পাঠ্যক্রমে কোনো ভুল থাকলে সংশোধন করা হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষাক্রমকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করানো হচ্ছে বলে অভিযোগ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো ইসলামের বিরুদ্ধে কিছু করেনি, করবেও না। নতুন শিক্ষা পাঠ্যক্রমে কোনো ভুল থাকলে তা সংশোধন করা হবে।
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বিভিন্ন বিভাগে প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের স্বর্ণপদক প্রদান করেন শিক্ষামন্ত্রী।