বিপিএলে কেন আচরণবিধি ভাঙছেন ক্রিকেটাররা
খুলনার বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক ইমরুল কায়েস গত পরশু দুবার আম্পায়ারের দিকে তেড়ে গেছেন। মোস্তাফিজুর রহমানের বল ‘নো’ ডাকেন আম্পায়ার। এ নিয়ে মাঠেই আম্পায়ারের সঙ্গে ইমরুলের কিছুক্ষণ তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
বিপিএলে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং নতুন নয়। কিন্তু এতে হুটহাট কড়া প্রতিক্রিয়া দেখানোর ঘটনা এবার একটু যেন বেশিই হচ্ছে। এতে শাস্তির মুখেও পড়েছেন কেউ কেউ। দুবার জরিমানা গুনেছেন রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। তাঁর নামের পাশে যোগ হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। আর ১ পয়েন্ট হলেই সোহান এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়বেন।
ঢাকায় প্রথম পর্বে আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে অসন্তুষ্টি প্রকাশ করে সাকিব আল হাসান যেভাবে তেড়ে গিয়েছিলেন মাঠের দিকে, সেটি নিয়েও কম আলোচনা হয়নি। বিপিএলে ক্রিকেটাররা কেন ঘন ঘন মেজাজ হারাচ্ছেন কিংবা আচরণবিধি ভঙ্গের কাজ করছেন, গত পরশু সংবাদ সম্মেলনে সেটির ব্যাখ্যায় কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস বলছিলেন, ‘মাঠের ভেতরে অনেক কিছুই হয়। সবাই উত্তেজিত থাকে, সবাই নিজের দলকে জেতাতে চায়। অনেক সময় আমাদেরও ভুল হয়। খেলোয়াড়েরা মাঠে দেখে যে রকমভাবে, সেটা নাও হতে পারে।’