কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

রোহিঙ্গা সংকট : রাখাইন পরিস্থিতি ও আমাদের নিরাপত্তা

দৈনিক আমাদের সময় প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:৪৭

সপ্তাহখানেক আগে জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ‘সেন্টার ফর ইন্দো-প্যাসিফিক অ্যাফেয়ার্স’র উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। ওই সেমিনারের আলোচনায় অংশগ্রহণকারী আমাকেসহ বাংলাদেশের বিশিষ্টজন ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমা দেশের জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং জাতিসংঘের কয়েকটি সংগঠন, যারা গত দিনগুলোতে রোহিঙ্গাদের জন্য অনুদান সমন্বয়কারী এবং প্রত্যাবর্তন নিয়ে কাজ করছে। এদের সবাই ওই সেমিনারে বক্তব্য এবং রোহিঙ্গা বিষয়েও তাদের মন্তব্য দিয়েছেন। বাংলাদেশ থেকে মূল প্রবন্ধ পাঠ করেন তিনজন, যার মধ্যে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম সচিব রিয়ার এডমিরাল (অব.) খুরশিদ আলম, লে. জে. (অব.) মাহফুজ এবং অত্যন্ত সুপরিচিত সাবেক কূটনীতিক ও বর্তমান একটি বেসরকারি থিংকট্যাংকের কর্ণধার ফারুক সোবাহান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।


ফারুক সোবাহান এবং লে. জে. মাহফুজের মূল পত্রের মধ্যে অন্যান্য বিষয় থাকলেও বাংলাদেশের এই উদ্যোগ অন্তর্ভুক্তির মাত্রা এবং বর্তমানে রোহিঙ্গা সংকটের কোনো সমাধান না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে এই সংকট যেহেতু সহসা সমাধানের পথ দৃশ্যমান নয়, তা পরিষ্কার। মিয়ানমার থেকে বিতারিত এই জনগোষ্ঠী এবং এদের আদি বাসস্থান এককালের আরাকান ও বর্তমান রাখাইন ঘিরে চীন-ভারত এবং বিশেষ করে ইন্দো-প্যাসিফিক ও কোয়াডের আলোকে যে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে মূলত উদ্বেগ প্রকাশ করা হয়। এ বিষয়ে একাধিক কলামে আমি এ উদ্বেগের কথা তুলে ধরেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও