ফুটন্ত কড়াই নাকি জ্বলন্ত উনুন

প্রথম আলো আসিফ নজরুল প্রকাশিত: ১০ মে ২০২৪, ১৫:৪৬

আমরা স্কুলজীবনে অনেক কষ্ট করে বাগ্‌ধারা শিখতাম। বর্তমানে এমন একটি বাগ্‌ধারার বেশ ব্যবহার হচ্ছে রাজনৈতিক অঙ্গনে। সেটি হচ্ছে ‘ফুটন্ত কড়াই’ থেকে ‘জ্বলন্ত উনুনে’ পড়ে যাওয়া!


প্রথমটির চেয়ে দ্বিতীয়টি আরও ভয়ংকর। এই বাগ্‌ধারা বলতে তাই বোঝায়, ছোট বিপদ থেকে বাঁচতে গিয়ে বড় বিপদের খপ্পরে পড়া।


কয়েক বছর ধরে বাগ্‌ধারাটি প্রায়ই ব্যবহার করছে কিছু বাম রাজনৈতিক দল। তারা কড়াই বলতে আওয়ামী লীগকে, উনুন বলতে বিএনপিকে বোঝায়।


কাজেই তাদের বক্তব্য হচ্ছে, বিএনপির সঙ্গে আন্দোলন করে তাদের ক্ষমতায় বসালে সমস্যা আরও বাড়বে। এটি না করার চিন্তা থেকে তারা প্রয়োজনে জনগণের ভোটাধিকার আন্দোলনকে দুর্বল ও বিচ্ছিন্ন রাখতে রাজি আছে, এমনকি রাজি আছে বর্তমান একচ্ছত্র শাসনব্যবস্থা এবং এর নানা অন্যায় ও অনিয়ম সব মেনে নিতেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও