ডার্ক সার্কেল দূর করার ঘরোয়া উপায়

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ২০:৪০

ডার্ক সার্কেল বর্তমানে একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর কারণ হিসেবে দায়ী করা হয় ডিজিটাল ডিভাইসের প্রতি ঝুঁকে পড়াকে। তবে এছাড়া আরো বিভিন্ন কারণে এটি হতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের ত্বক কোলাজেন হারাতে শুরু করে, যার কারণেও ডার্ক সার্কেল দেখা দেয়। এটি বংশানুক্রমেও হতে পারে। তবে কিছু ঘরোয়া উপায় রয়েছে যার মাধ্যমে খুব সহজেই প্রাকৃতিক ভাবে এটি সমাধান সম্ভব। চলুন জেনে নেই ডার্ক সার্কেল কমানোর ৭ ঘরোয়া উপায় –


শসা
শসায় রয়েছে অ্যাস্ট্রিঞ্জেন্ট এবং ত্বক উজ্জ্বল করার ক্ষমতা। যার ফলে শসা প্রাকৃতিকভাবে ডার্ক সার্কেল কমাতে পারে। এর ঠাণ্ডা ভাব চোখের ক্লান্তিকে দূর করে। শসা টুকরো করে কেটে চোখে ৩০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে চোখ ধুয়ে ফেলতে পারেন।


গোলাপ জল
গোলাপের পাপড়ি সুগন্ধ ছড়াতেই নয় এটি ত্বকের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে অ্যাস্ট্রিঞ্জেন্ট যা টোনার হিসেবে কাজ করে। একটি কটন প্যাড গোলাপ জলে ভিজিয়ে চোখে ২০ মিনিট রাখতে পারেন।


কোল্ড টি ব্যাগ
চা বিশেষ করে গ্রিন-টিতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা অ্যান্টি-ইনফ্লেমেটরি। এটি চোখের নীচের চাপযুক্ত রক্তনালীগুলোকে শান্ত করতে সহায়তা করে। গ্রিন-টির ব্যাগ পরিষ্কার পানিতে ডুবানোর পর ৩০ মিনিটের জন্য ফ্রিজে রাখুন। এরপর বের করে চোখের উপর ১০ থেকে ১৫ মিনিটের জন্য রেখে দিন এবং কুসুম গরম পানি দিয়ে চোখ ধুয়ে ফেলুন।


কমলার রস
ভিটামিন এ এবং সি এ সমৃদ্ধ হওয়ায় কমলার রস ডার্ক সার্কেল কমাতে ব্যবহার করা যেতে পারে। কমলার রসে কয়েক ফোঁটা গ্লিসারিন যোগ করুন এবং মিশ্রণে একটি তুলোর প্যাড ভিজিয়ে রাখুন। এর পরে চোখে ব্যবহার করুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও