শান্তিপূর্ণভাবে পদযাত্রা শেষ করতে চাই: আমিনুল হক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ১৪:১৭
গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা বাস্তবায়নের দাবিতে পদযাত্রায় অংশ নিতে রাজধানীর বাড্ডায় সুবাস্তু মার্কেটের সামনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। দুপুর ২টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই আসতে শুরু করেন তারা।
এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, নেতাকর্মীরা পদযাত্রায় যোগ দিতে বাড্ডায় আসছেন। আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করতে চাই।
বাড্ডা থেকে আবুল হোটেল পর্যন্ত রাস্তার বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
রাজধানীতে চারদিনের পদযাত্রার আজ প্রথম দিনের কর্মসূচি মালিবাগের আবুল হোটেল পর্যন্ত গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এটি ঢাকার মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে