টুইটারে ভুয়া তথ্য সন্ধানে কয়েকটি দেশে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ১৬:১৯

ভুয়া তথ্যের সন্ধান পেতে এবার যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করেছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার।  ‘কমিউনিটি নোটস’ সুবিধা ব্যবহার করে দেশগুলোর ব্যবহারকারীরা টুইটারে থাকা ভুয়া তথ্য বা সংবাদের বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। আগে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এই সুবিধা পেতেন। ব্যবহারকারীদের অভিযোগ পাওয়ার পর তথ্য পর্যালোচনা করে দ্রুত ভুয়া তথ্য শনাক্তের পাশাপাশি সেগুলো মুছে ফেলবে টুইটার।


প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, টুইটার জানায়, ‘কমিউনিটি নোটস’ সুবিধা কাজে লাগিয়ে টুইটার ব্যবহারকারীরা ভুয়া সংবলিত পোস্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। তথ্যের সত্যতা যাচাইয়ের পর টুইটার পোস্টটি মুছে দেবে। ফলে টুইটারে ভুয়া বা মিথ্যা তথ্যনির্ভর পোস্ট কমে আসবে। পর্যায়ক্রমে বিশ্বের বিভিন্ন দেশে ‘কমিউনিটি নোটস’ সুবিধা চালু করা হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত